সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় ৮নং ও ৯নং ওয়ার্ডে কনকনে শীতের মাঝে রাতের আধারে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেলকুচি পৌর শেরনগর, কামারপাড়া এলাকায় তিনি এসব কম্বল বিতরণ করেন।এ সময় এলাকায় দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।
এ সময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, মাসুদ রানা, ইছা আহাম্মেদ, সাংবাদিক সবুজ সরকার, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, ফরিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, বাবু সরকার ও এলাকার ব্যক্তিগন ছিলেন।
Leave a Reply