সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় এস.এস.সি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩রা ফেব্রুয়ারী (সোমবার) সকালে বেলকুচি উপজেলায় ৬ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় । এবছর বেলকুচি উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও উপস্থিত ছিল ৪ হাজার ৮৩ জন শিক্ষার্থী। আর অজ্ঞাত কারণে ১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করতে পারেনি।
বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা প্রতিবেদককে জানান, কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় এবছর ১৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেনি। আশা করছি কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়া সমনের পরীক্ষাগুলো শেষ করতে পারবো।
Leave a Reply