সবুজ সরকার স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে বেলকুচি উপজেলার ৩টি খাবারে হোটেল ও ২ টি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা,বাসি খাবার বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেন।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত ই জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, থানা উপপরিদর্শক বাবুল হোসেন প্রমুখ।
অভিযান পরিচালনার সময় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত ই জাহান জানান, আমরা অভিযান পরিচালনা করে ৫ টি প্রতিষ্ঠানকে বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১৯ হাজার টাকা জরিমানা করেছি এবং সামনে দিনগুলোতে তা অব্যহত থাকবে।
You cannot copy content of this page