সবুজ সরকার স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের বেলকুচি রাজাপুর ইউনিয়নে রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দুনীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের শুভ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বিতে অনুষ্ঠনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজাপুর ইউ,পি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ,
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম গোরাম রেজা, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম, এ বাকী,দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডাঃ আহম্মেদ আলী সরকার, প্রকল্প বাস্তরায়ন কর্মকর্তা জাকির হোসেন,যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমূখ।
বিদ্যালয়টিতে স্থাপিত ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের জন্য নানা জাতীয় টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। প্রতিটি দ্রব্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দমাফিক দ্রব্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।
You cannot copy content of this page