সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
১২(ফেব্রুয়ারি ) বুধবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বেলকুচি ভাঙ্গাবাড়ী ইউনিয়নের গাবগাছি গ্রামের শাহাজাহান সরকারের ছেলে মঈন সরকার(২২), স্বপনের ছেলে আশরাফুল (২৫), আদম মোল্লার ছেলে ঝন্টু মোল্লা(২০), আলী সরকারের ছেলে মোহাম্মাদ আলী (২০), হাছেন আলীর ছেলে রাব্বী (২৩), ও কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম বাবু(৩২)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ববৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page