সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশু সুরক্ষার লক্ষ্যে শিশুর সহায়তায় ফোন ১০৯৮ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যান মন্ত্রণলায়ের সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় ‘শিশু সুরক্ষার লক্ষ্যে শিশুর সহায়তায় ফোন’ উপলক্ষে বেলকুচি উপজেলা পর্যায়ে চাইল্ড হেল্পলাইন-১০৯৮ শীর্ষক সচেতনতামূলক ওরিয়েন্টেশনে শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন থেকে নির্যাতিত শিশুদের সহায়তায় কলসেন্টারে প্রবেশন অফিসার শিশুর সেবার জন্য ফোন গ্রহণ করবে। শিশুর সেবা নিশ্চিত করবে। ঝুঁকিপূর্ণ হলে উদ্ধার করবে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে। আদালতের মাধ্যমে শিশুকে আইনি সহায়তা দেবে এবং ফলোআপের মাধ্যমে সর্বশেষ খবরাখবর ইত্যাদি বিষয়ে তথ্য জানানো হয়েছে।
উক্ত কর্মশালায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র আশানূর বিশ্বাস, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম, থানা উপপরিদর্শক বিলকিছ খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সহ সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, মাহবুবুর রশিদ শামীম , ভারপ্রাপ্ত এনজিও সমন্বয়কারী শহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
You cannot copy content of this page