প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২০, ৪:৫৯ পূর্বাহ্ণ
তিতুমীর কলেজে অমর একুশে পালিত মামুন সোহাগঃ বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের প্রথম প্রহর থেকেই কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর সকাল থেকেই কলেজের শহীদ বেদীতে জড়ো হতে শুরু সকল বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কলেজেস্থ সকল সংগঠনের সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা। তারপর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অডিটোরিয়ামে অমর ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ্যাধ্যক্ষ প্রফেসর ডঃ মোসাম্মাৎ আবেদা সুলতানাসহ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু। সে সময়, আলোচনা সভার সভাপতিত্ব করেন শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের আহ্বায়ক প্রফেসর কামরুন নাহার। শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কলেজের শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ,বিভিন্ন হল, বিভাগ, জেলা ছাত্রকল্যাণ সংগঠন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে তিতুমীর কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্যহয়ে উঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
© 2024 Probashtime