মামুন সোহাগঃ ‘একুশ মানে এগিয়ে চলা, একুশ মানে মাথা না নোয়ানো’- এই সত্যকে আঁকড়ে ধরেই মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) শুভেচ্ছা জানিয়েছে।
১ ফেব্রুয়ারি যুগান্তরের ২১তম জন্মদিন ছিল। ওইদিন সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। আর আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মোগল হলে বর্ণিল আয়োজনে উদযাপন করা হল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সেখানে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সেখানে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সে সময় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply