স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রকপে কর্মহীন পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ৩১ মার্চ ২০২০ খাদ্য সামগ্রিক বিতরণ করে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ।
উক্ত কর্মসূচির আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করে সংগঠনটির সদস্য অসিত কুমার। সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক মিঠুন হালদার, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিপ্ত রক্ষিত, চিন্ময় বিশ্বাস, তন্ময় দাস প্রমূখ।
সংগঠনের সদস্যদের মতে, করোনা ভাইরাসের কারণে আজ থেমে গেছে সারাবিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশ। বিপাকে পড়েছে আমাদের দেশের নিম্ন আয়ের দরিদ্র জনগণ। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছে না এই নিম্ন আয়ের মানুষেরা। তারা করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেও ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না৷ সুতরাং, সমাজের যারা বিত্তশালী তারা যদি দেশের জনগণের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়ায় তাহলে দারিদ্র মানুষের ক্ষুধা যন্ত্রণা লাঘব হবে।
Leave a Reply