মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৭ দোকানদারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে মুদি দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার পৌরসভা ও নিজপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেনে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করায় উপজেলার প্রেমবাজারে ২ দোকানদারের ১০হাজার টাকা, কল্যাণীহাটের ২ দোকানদারের ৭হাজার টাকা, পৌরসভার সুজালপুরে ২ দোকানদারের ৭হাজার টাকা, নতুনপাড়ায় ও কাহারোল মোড়ে ২ দোকানদারের ৪ হাজার টাকা সহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply