নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ এর মটিতে ফুটেছে বিরল প্রজাতির কিছু ফুল আছে। তার মধ্যে রয়েছে কনকচাঁপা ও সুলতান চাঁপা যা সাধারনত বাংলাদেশের কোন বাগানে দেখা যায় না। আর এ অসাধ্য কাজ টা করেছেন মাহবুব পলাশ ইসলাম পলাশ।
এ বৃক্ষের বীজের তেল, কাঠ ও বাকলের ব্যাপক উপকারী ব্যবহার রয়েছে। এর কাণ্ড শক্ত এবং বন্যায় গাছ ভেঙে পড়ে না। কাঠ মজবুত। প্রশান্ত মহাসাগরীয় এলাকার দ্বীপবাসী এ কাঠ দিয়ে নৌকা তৈরি করে। তারা ফল ও গাছের কষ বিষাক্ত এবং মশা ও পোকা দমনে ব্যবহার করে। বীজ থেকে প্রাপ্ত তেলে ভেষজগুণ রয়েছে।বিলুপ্ত ও মহা বিপন্ন ফুল রয়েছে মাহবুব পলাশ এর বাগানে।
Leave a Reply