আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকা অসহায়,ছিন্নমূল,কিক্সাচালক, নিম্ন আয়ের মানুষের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।গত দুই দিনব্যাপী উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের সকল ওয়ার্ডের ছিন্নমুল মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সাবেক ভাটরা ইউনিয়নের ২ বারের সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সৈয়দ আহমদ ভুইয়ার সুযোগ্য সন্তান সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ১০ নং ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বুলু। ভাটরা ইউনিয়নের প্রায় ৫৫৩ টি ছিন্নমূল পরিবার তার এই অনুদান পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। এছাড়াও বিভিন্ন সময়ে এলাকার মসজিদ মাদ্রাসা সহ সামাজিক কাজে দান অনুধানের মাধ্যমে ভাটরা ইউনিয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন বুলু বলেন, বর্তমানে সারাদেশব্যপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মানুষকে গৃহবন্ধী থাকতে হচ্ছে ফলে নিম্ন আয়ের অসহায় ও ছিন্নমূল পরিবারগুলোর আয় রোজগার বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এসব মানুষগুলোর মুখে হাসি ফোটাতে তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি। তাছাড়াও বিভিন্ন সময়ে মসজিদ মাদ্রাসা ও এলাকার উন্নয়ন কাজে এগিয়ে এসেছি। আমার বাবা মরহুম আলহাজ্ব সৈয়দ আহমদ ভুইয়া চেয়ারম্যান ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করতেন।ইনশাআল্লাহ করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমার এই দান অনুদান অব্যাহত রাখবো।বভিষ্যতেও আমি যেন ভাটরা ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
You cannot copy content of this page