লক্ষ্মীপুরের রামগঞ্জে ০৬ নং লামচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিজভীর নিজ অর্থায়নে ৫০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল,আলু, পেয়াজ,তৈল,ডাল, সাবান সহ নিত্যপ্র্যয়োজনীয় এই খাদ্যসামগ্রী পৌছে দেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস নামক মহামারির কারনে রাষ্ট্রীয়ভাবে দেশে লগ ডাউন ঘোষণা করায় সমাজের হতদরিদ্র ও দিনমজুর অনেকের পরিবারে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেই হতদরিদ্র ও দিনমজুরদের কথা চিন্তা করে ছাত্রলীগ নেতা জাকারিয়া রিজভী খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।তার এমন মানবিক উদ্যোগে দুস্থদের মুখে হাসি ফুটেছে।
ছাত্রলীগ নেতা জাকারিয়া রিজভী বলেন, আমার একটাই লক্ষ এলাকার মানুষের সেবা করা।ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে আসে। তাই আমার সামর্থ অনুযায়ী কিছু খাদ্যসামগ্রী বিতরন করেছি।বাকি দিনগুলোতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবো এই আশাবাদ ব্যাক্ত করছি।
Leave a Reply