হৃদয় ভাঙ্গার স্রোতের মাঝেও গড়ে ওঠা সম্পর্ক গুলো নিমিষেই হারিয়ে যায় ঠুনকো কোন ভুলে কিংবা অবহেলায়। প্রিয়তমার মুক্তঝরা কথা গুলোও তখন বিষ ছুঁয়ে দেয় শিরা-উপশিরায়।
মানুষ আকঁড়ে ধরে বাঁচতে গিয়েও শিকঁড় উখড়ে ফেলে তবুও মানুষ ভুলের শোধ মেটাতে বারবার ভুল করেই সুখ ভেবে নেয়।
অসুখে কাঁতরানো শরীরের সুখ ছুঁয়ে যাওয়ার ভাবনা গুলো এক পৃথিবী অবহেলা হয়ে ফিরে আসে। তবুও মানুষ সুখ পেতে চায় চায়- ভালোবেসে ভালো রেখে।
এক মানুষের কত চাওয়া….. কত আকাঙ্খা জগৎ ভর। পেয়ে হারানো অসুখের বুলিতে কত সম্পর্কের অকাল মৃত্যুর স্বাক্ষী এই মানুষ; তবুও একটু সুখের আশ্রয়ের জন্য মন হারিয়ে নিখোঁজ হয়ে যায় মনের মানুষের নগরে।
বিশ্বাসের দামে ভালোবাসা চায়তে গিয়ে মানুষ করুনা নিয়ে ফিরে আসে। মিথ্যের চাওড়া দামে বিক্রি হয়ে যাওয়া বিশ্বাস বুক পুড়িয়ে ছারখার করে দেয়। তবুও মানুষ ভালোবাসতে চায়।
আহত মনের চিৎকার দেয়াল বন্ধি, শব্দ হয়ে কোন সভ্যতার কানে যায়নি। মনের পোস্টমর্টেমের রির্পোটও তাঁজা খবর হয়ে অসুখের শহরে তোলপাড় ফেলতে পারেনি। শুধু এক আকাশ ভালোবেসে মুখ তুপড়ে পড়েছে যত্নশীল বিশ্বাস।
You cannot copy content of this page