আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে সরকারি আদেশ অমান্য করে গরুর হাট বসানোর অপরাধে এক ইজারাদারকে জরিমানা করা হয়েছে। এসময় আরো পৃথক স্থানে ভ্রম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয় চালকদের।
বুধবার(১ এপ্রিল) সকালে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.সোহেল রানার সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি জানান, উপজেলার বরমী বাজারের ইজারাদার মো.চান মিয়া সরকারি আদেশ অমান্য করে গরুর হাট বসানোয় তাকে সংক্রমন নিয়ন্ত্রণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গণপরিবহন বন্ধ থাকা পরও কিছু ট্রাক ও পিক-আপ ভ্যান ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহন করায় তাদের জরিমানার আওতায় আনা হয়েছে। তার সাথে তাদের এ ধরণের কাজ পূণরায় না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
Leave a Reply