সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধিঃ-
যারা হোম কোয়ারেন্টাইনে আছেন অথচ সকল কাজ-কর্ম বন্ধ থাকায় না খেয়ে আছেন তাদের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অনুযায়ী গান্না ইউনিয়নে ২০০ খাবারের বরাদ্দ করা হয়েছে ( যেখানে ১০ কেজি চাউল, ১কেজি লবন, ১ লিটার তেল, ৫০০ গ্রাম ডিটার্জেন্ট পাউডার, ৫০০ গ্রাম ডাল নিয়ে ১ প্যাকেট অর্থাৎ ১টি খাবার) তার সাথে গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা & জে এইস কুরিয়ার পার্সেলের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদুল ইসলাম আরো ইউনিয়ের গণ্যমান্য ব্যক্তি সকলের উদ্দ্যেগে ৩০০ খাবার যোগ করে মোট ৫০০ পরিবারের নিকট খাবার পৌঁছে দিচ্ছেন। সরেজমিনে থেকে ইউপি চেয়ারম্যান & জে এইস কুরিয়ার পার্সেলের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম প্রাথমিক ভাবে আজ থেকে শুরু করা হয়েছে খাবার বিতরণ। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের সবার ঘরে ঘরে খাবার পৌছে দিবে গান্না ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীরা। যারা এখনো খাবার পাননি তাদের ঘরে ঘরে পৌঁছে যাবে খাবার আগামী ১/২ দিনের মধ্যে।
ভুলবসত কোনো অসহায় পরিবার যদি বাদ পড়ে যান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।
You cannot copy content of this page