মোঃতোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সুজালপুর ও নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভ্যানচালক সহ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান লকডাউন পরিস্থিতিতে ৮০ জন ভ্যানচালক ও ২৫০ অসহায় হতদ্ররিদ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ও নিজ বাড়ির সামনে খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সমাজসেবক মোঃ লুৎফর রহমান। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি জনকে ৭ কেজি চাউল, ৩কেজি আলু, মসুরের ডাল ৫০০ গ্রাম সহ ১টি ডেটল সাবান দেওয়া হয়।
এসময় ফটোগ্রাফার জাহিদ হাসান, সাধারণ ব্যবসায়ী মো.জাকিরুল ইসলাম, আবুল কালাম আবু, মো. রেজাউল করিম, মো. ছামিউল ইসলাম, সুমন ইসলাম, মো.আলমগীর ও মো. রাকিব উপস্থিত ছিলেন।
Leave a Reply