আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সাংসদ সদস্য ড. আনোয়ার খানের নিজস্ব অর্থায়নে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ০৩ টায় রামগঞ্জ পৌর সার্কিট হাউজের সামনে ১০৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন ১ম ধাপের কাজ শুরু করা হয়।পর্যায়ক্রমে করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দ্রব্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এমপির ব্যাক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি। এসময় দ্রব্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপির ব্যাক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি, দ্রব্যসামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাবেক পৌর মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক বেল্লাল আহমেদ,ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হোসেন, দেওয়ান জামাল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সহ-সভাপতি ইমরান হোসেন মানিক সহ প্রমুখ।
You cannot copy content of this page