আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাই ব্রাদার্স ও প্রবাসীদের পক্ষ থেকে দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।আজ
বৃ্হস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার দল্টা কলেজ সংলগ্ন দিঘির পাড়ে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এই সময় এলাকার যুবসমাজ ও প্রবাসীদের অর্থায়নে চাল,ডাল,পেয়াজ, আলু, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী প্রায় ১২০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।ভাই ব্রাদার্স ও প্রবাসীদের পক্ষ থেকে বিতরন করা এই খাদ্যসামগ্রী পেয়ে নিম্ন আয়ের মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।
ভাই ব্রাদার্স ফেইসবুক গ্রুফ ও প্রবাসীদের পক্ষ থেকে সদস্যরা জানান,বর্তমানে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলকে গৃহবন্দী থাকতে হচ্ছে তাই নিম্ন আয় ও ছিন্নমূল পরিবারগুলোর আয় রোজগার বন্ধ হওয়ায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে।সমাজের এই ছিন্নমূল পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে আমরা যুবকরা মিলে নিজেদের ও প্রবাসী ভাইদের অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করেছি।সমাজের বিত্তবান ব্যাক্তিদেরও এই সময়টাতে অসহায় ও ছিন্নমূল এই মানুষগুলোর পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ।
You cannot copy content of this page