নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের স্বেচাসেবী সংগঠন পূর্ব চর-কালনা সন্ধ্যা বাজার যুব সংঘের উদ্যোগে এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কীটনাশক ও দুই শত পরিবারের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯ টার দিকে সন্ধ্যা বাজার থেকে এই কার্যক্রম শুরু হয়। সংগঠনের সদস্য এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভাইরাস সংক্রমণ রোধে কীটনাশক ও মাস্ক বিতরণ করেন। পরে কালনা ঘাটে আগত পথচারিদের মধ্যে মাস্ক ও বিভিন্ন যানবাহনে কীটনাশক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব চর-কালনা গ্রামের সাবেক মেম্বর মিলু শেখ। যুব কমিটির সভাপতি সোহাগ মোল্যা, সহ-সভাপতি ফেরদৌস মোল্যা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন শেখ, সদস্য শাহিন শেখ, আনিস মোল্যা, সোহান মোল্যা, রোহিত শেখ প্রমুখ।
You cannot copy content of this page