শাহ এনামুল হক কমল.
অদৃশ্য এক শত্রু
নাম তার করোনা
বিশ্ব জুড়ে এই নামটি
সবার এখন জানা।
হাজার হাজার লাশের ভিড়েও
মিটেনি তার খিদে
মানুষরা আজ অপারগ
এই করোনা প্রতিরোধে।
বের হয়োনা বাঁচতে চাইলে
ঘরের বাহিরে যাওয়া আজ মানা
ছোট বড় আমার দেশেও
সবার হয়েছে জানা।
তাওকি মোরা মানছি বারণ?
বের হই অকারনে
ছড়িয়ে দিচ্ছি অদৃশ্য সেই
শত্রু জনে জনে।
নিজেকে আজ করো বন্ধি
বাঁচতে যদি চাও
অদৃশ্য এই শত্রু থেকে
সবাই মিলে জাতিকে বাঁচাই।
Leave a Reply