এম এ মাজেদ,নড়াইল প্রতিনিধিঃনড়াইল জেলার লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে শুক্রবার ৩ এপ্রিল নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে পরিবেশবাদী সংগঠন `সবুজ আন্দোলন’ । লোহাগড়া উপজেলা শাখার সমন্বয়কারী ইন্জিনিয়ার মোঃ তাইবুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসময় তাইবুল হাসান বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ে খুবই আতংকে আছি। তবে আমরা তরুণ প্রজন্ম এই সংকটের মাঝে এগিয়ে আসলে এবং সামাজিক দুরত্বের বিষয়টি ভালো ভাবে বোঝালে মহামারীর হাত থেকে রক্ষা পেতে পারি। সমাজের সকল বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে। এ সময় উপস্থিত ছিলেন সদস্য মোঃ ওহিদুজ্জামান, মোঃ ফরহাদ ইসলাম প্রমূখ।
You cannot copy content of this page