মেহেদী হাসান উজ্জল,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অ¤্রবাড়ী বাজারে স্থানীয় যুবকদের উদ্যোগে জীবানু নাশক স্প্রে ছিটানোসহ হাত ধোয়ার জন্য পানির ড্রাম স্থাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হকের সার্বিক সহযোগীতায় স্থানীয় যুবকদের উদ্যোগে যুবলীগ কর্মি রস্তমের নেতৃতে অ¤্রবাড়ী বাজারসহ আশপাশ এলাকায় এই জীবানু নাশক স্প্রে ছিটানো হয় এবং অ¤্রবাড়ী বাজোরে হাত ধোয়ার জন্য পানির ড্রাম স্থাপন ও সাবানের ব্যাবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রইচ আকন্দ,রস্তম,মোস্তাকিন,সাকিব, সবুজ সহ আরো অনেকে।
You cannot copy content of this page