মোঃতোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা॥- দিনাজপুরের বীরগঞ্জে অসহায় গরিব পরিবারের পাশে মাশতুরা গ্রুপ দাঁড়িয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দুইদিন শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া, প্রসাদপাড়া, রাংঙ্গালীপাড়া, ধুলাউড়ী, কাশিমনগর গ্রামের ১০০ অসহায় গরিব পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন মাশতুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন অর রশীদ শাহীন। তিনি ঢাকায় অবস্থান করায়, প্রতিনিধি হিসেবে তাঁর বড় ভাই বাহাদুর হাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাররম হোসেন বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম, ঝাড়বাড়ী নিউজ এর সম্পাদক শেখ মো. জাকির হোসেন ও সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন ।
Leave a Reply