মোহাম্মদ ফিরোজঃসৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে চার হাজারও বেশি বাংলাদেশি প্রবাসী কাজ করেন। কয়েকজন ব্যক্তি কোয়ারেন্টাইনে আছেন। তাদের সার্বিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি যে সমস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিক আছে তাদের সবার করোনা টেস্ট করতে কোম্পানির পক্ষ থেকে বলা হলে, বাংলাদেশি শ্রমিক সবাই এক যোগে আন্দোলন করে তারা করোনা ভাইরাসের টেস্ট করাবে না।
কেন তারা বুঝতে পারছে না তাদের ভালোর জন্য কোম্পানির এই সিদ্ধান্ত, পাগলও তো নিজের ভালো বুঝে।
আমাদের দেশের কিছু মানুষ কেন এত বেকুব! কেন নিজের ভালোটা বুঝতে চাই না! কেন এত খামখেয়ালি? কোম্পানি এখন সিদ্ধান্ত নিয়েছে যদি তারা করোনা পরিক্ষা না করে তাদের সবাইকে এক্সিট করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা কোনটা পছন্দ করবেন ? দেশে চলে যাওয়া, নাকি করোনা ভাইরাসের পরিক্ষা!
তাই আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আপনাদের উচিত করোনা পরিক্ষা করানো, এতে ভয়ের কোন কারন নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ চাইলে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না যে ভাবেই হোক আজ না হয় কাল আমাদের মরতে হবে।
করোনা ভাইরাস যতই ভয়ংকর হোক, কাউকে আক্রমন করতে পারবে না। তাই করোনা নয়! আল্লাহকে ভয় করুন।
তাই আসুন সুস্থ থাকতে হলে বাঁচাতে চাইলে পরিক্ষা করেন, এতে ভয়ের কোন কারন নেই, অল্প থাকতে ধরা পরলে সুস্থ থাকার সবধরনের ব্যবস্থা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা।
আপনার জন্য নয় আপনার পরিবারের দিকে তাকিয়ে আপনাকে বাঁচতে হবে, কারণ আপনার দিকে তাকিয়ে আছে আপনার পরিবার, আপনার সমাজ আপনার দেশ। তাই ভয়কে জয় করুন, নিজে বাঁচুন ও অন্যকেও সুন্দর ভাবে বাঁচাতে সহযোগিতা করুন ।
নাও করোনা, দাও করুনা তোমার কুদরত রথে আমরা বান্দা পাপী আন্ধা, রাখ তোমার পথে। পাপী চিত্ত কাঁদে নিত্য, ক্ষমা চাই হে প্রভু, বিপদ দিনে তুমি বিনে পথ দেখিনা কভু ।
লেখকঃ সাংবাদিক মোহাম্মদ ফিরোজ
Leave a Reply