আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ
“অসহায়, হতদরিদ্র ও দিনমজুর শ্রেণীর মাঝে ১ম ধাপে ৭৫ টি পরিবারের মাঝে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন" রুট"
শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০ টা হতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে অসহায়,হতদরিদ্র, শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের মাঝে প্রতি পরিবারকে চার কেজি চাল, এক কেজি আলু, ,আধা কেজি ডাল,আধা কেজি সয়াবিন তেল, ১ বোতল সরিষা তেল, একটি সাবান এবং ২ প্যাকেট ওরস্যালাইন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন রুট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন রুট স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা সাখাওয়াত রনি
প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল আলম (আলী), প্রতিষ্ঠাতা সম্পাদক মোস্তাকিন হোসাইন (হিমেল ফকির), প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম
যুগ্ন সম্পাদক লিমন খান, প্রচার সম্পাদক শাফিন আল মাহমুদ
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান
এবং সম্মানিত সদস্য মাওঃনোমান, হাফেজ নুর মোহাম্মদ,সানি ফকির,এনামুল,সোহান ও রায়হান।
রুটের সদস্যরা বলেন অসহায় দিনমজুর মানুষদের সহযোগিতা করতে পেরে আমরা অনেক আনন্দিত।
ত্রাণ পাওয়া ব্যাক্তিরা বলেন করোনাভাইরাসে আমাদের কাজ বন্ধ হয়ে যায়,আপনাদের এই সহযোগিতায় কিছুদিন ঘর থেকে বের না হলেও খেয়ে বেচেঁ থাকতে পারবো। রুটের সকলের জন্য দোয়া করেন এবং সাফল্য কামনা করেন।
রুটের সভাপতি আশরাফুল আলম বলেন করোনা কোনো আতংক নয়, প্রয়োজন সচেতনতা।পরিস্কার পরিচ্ছন্ন থাকুন,
বাড়িতে থাকুন,নিরাপদে থাকুন সুস্থ থাকুন।
বাংলাদেশে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দারিদ্র, অসহায়, দিনমজুর, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর জন্য যারা আমাদেরকে আর্থিক ও শারীরিক ভাবে সহায়তা করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞ ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন।
সবশেষে বলেন মানবতার জয় হোক, মানবিক বাংলাদেশ গড়ে উঠুক।
You cannot copy content of this page