সিংড়া
করোনা ভাইরাসের প্রভাবে নাটোরের সিংড়ায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আজ শুক্রবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ কথা জানান পলক। এসময় তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে চাউল, মাস্ক ও সাবান বিতরণ করা হবে।
নামাজ শেষে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পরে তিনি পৌরসভার বিভিন্ন মহল্লায় বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া পরবর্তীতে আরো পরিবারকে সহায়তা দেয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে আওয়ামীলীগ সরকার আছে এবং থাকবে।
পরে তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এ মাস্ক ও হ্যান্ড গ্লোভস প্রদান করেন।
Leave a Reply