ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে যাওয়া বসত ঘরের অসহায় ১টি পরিবারকে নগদ অর্থ ও নতুন ঘর নির্মান সামগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৬ হাজার টাকা, ২ বাইন্ড টিন, শুকনো খাবার ও কম্বল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম।
শুক্রবার গোভির রাতে গরুর ঘর থেকে কোয়েলের আগুনে উপজেলার নশরতপুর গ্রামের বারঘড়ি পাড়ার বাসিন্দা ভ্যান-চালক জামাল উদ্দিনের বাড়িতে একটি ঘর ও গোয়াল ঘরে ১ লক্ষ টাকা মূল্যের দুটি গরু ও একটি অটো”রিক্সা-ভ্যানসহ ঘরে থাকা আসবারপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply