নড়াইল প্রতিনিধি : ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৪ মার্চ) দিনব্যাপী নড়াইল শহরের আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া মোড়, ফুলস্বর, আউড়িয়া বাজার, নাকসী বাজার, তালতলা, ঘোষবাড়ী, আউড়িয়া মধ্যপাড়া, আউড়িয়া বাস স্টান্ড, কমলাপুর, মুলদাইড়, রামচন্দ্রপুর বাজার, চন্ডিবরপুর ইউনিয়নের দত্তপাড়া, পাইকমারী, ফেদী বাজার, চালিতাতলা, জঙ্গলগ্রাম, সীমানন্দপুর, আমডাঙ্গা, বাধাল, বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম বাজার, বাঁশগ্রাম বৃষ্ণুপুর, গোপালপুর দিঘলিয়া, ইসুবপুর, বগুড়া দিঘলিয়া, হোগলাডাঙ্গা, টাবরা, বেদভিটা, নন্দখোল, কলোড়া ইউনিয়নের আগদিয়া, আগদিয়াচর, কলোড়া, নিড়ানী, কলোড়া বাজার, শিমুলিয়া, বীরগ্রাম, মুশুরীগ্রাম, বিছালী ইউনিয়নের কালিনগর, বড়গাতি, মির্জাপুর, বড়াল, বর্ণিবিছালী, বিছালীগ্রাম, মধুরগাতি, আটঘরা, চাকই, সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা বাজার, সিংগাশোলপুর বাজার, গোবরাচর, বিধানের মোড়, গোবরা ক্লাবমোড়, খলিশাখালী, বড়কুলা, শোলপুর, তারাপুর এবং ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা, পলইডাঙ্গা, ভদ্রবিলা পশ্চিমপাড়া, ভদ্রবিলা বাজার, ভবানীপুর, মীরেপাড়া চৌরাস্ত, মিরেপাড়া বাজার, রামসিদ্ধি, রামসিদ্ধি পশ্চিমপাড়া করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে পথ প্রচার এবং লিফলেট বিতরণ করা হয়।#
Like this:
Like Loading...
Leave a Reply