জাবি প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে দেশের এই ক্রান্তিলগ্নে পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. বশির আহমেদ।
তিনি আরও জানান, ‘করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। এর ফলে দেশের হতদরিদ্র, শ্রমজীবী ও খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় আমরা সচেতন মানুষ হিসেবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। তাই আজকের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
You cannot copy content of this page