রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে করোনা পরিস্থিতির মোকাবেলায় রাতের আঁধারে গৃহবন্দি সুবিধা বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এমপি এনামুল হকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ জনেরা। এই সংকটের মধ্যে অনেক পরিবার বিভিন্ন স্থান থেকে খাদ্য সামগ্রী পেলে লোকলজ্জার ভয়ে অনেকেই যাচ্ছেন না খাদ্য সামগ্রী নিতে। সেই সকল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে করোনা সংকট মোকাবেলায় দেয়া হচ্ছে চাল, ডাল,সাবার, তেলসহ বিভিন্ন জিনিসপত্র। আজ শনিবার দিনগত রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সে সকল মানুষদের হাতে এমপি এনামুল হকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য লোকমান আলী,ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মাস্টার মোজাম্মেল হক প্রমুখ।
Leave a Reply