আবু তারেক বাঁধন, ঠাকুরগাঁও প্রতিনিধি :করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা জুড়ে নেই মানুষের কোলাহল। দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবকিছু বন্ধ এতে করে খাদ্য সংকটে পড়েছে বেওয়ারিশ কুকুর ও বিড়াল।
এমতাবস্থায় পীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট আগামী ৭ দিনের জন্য ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুর ,বিড়ালসহ অভুক্ত প্রাণীদের খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছে।
এর অংশহিসেবে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সমবায় মার্কেট থেকে কুকুরকে খাবার খাওয়ানো শুরু হয়।
এরপর পৌর শহরের গুয়াগাঁও,রঘুনাথপুর,পূর্ব চৌরাস্তা বটতলা, কলেজ বাজার ,বড় মসজিদ, পাবলিক ক্লাব মাঠ, পীরগঞ্জ রেলওয়ে স্টেশন, প্রেস ক্লাব মোড় সহ শহরের অন্যান্য এলাকায় পুরি(পরাটা ) এবং বিভিন্ন ধরনের বিস্কুট ও কেক দেয় ।
পশুদের খাবার খাওয়ানো কার্যক্রমের তদারকির দায়িত্বে আছেন ল্যাম্পপোস্টের স্বেচ্ছাসেবকরা।
ল্যাম্পপোস্ট সাধারন সম্পাদক মহিউদ্দীন জনি জানায়- দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে বেওয়ারিশ কুকুরসহ অন্যান্য প্রাণী অনাহারে থাকছে। সে জন্য ল্যাম্পপোস্ট টিম (পরিবার) তাদের খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার থেকে তাদের মধ্যে খাবার সরবরাহ শুরু হলে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রাণীগুলোকে খাবার খাওয়ানো হচ্ছে ।
Leave a Reply