শেখ মাহদী হাসান শিবলী, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
দেহে নেই করোনাভাইরাসের উপসর্গ, নেই কোনো জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টের বিশেষ কোনো রোগী। তবুও করোনা সতর্কতায় স্বেচ্ছায় পুরো গ্রামকে লকডাউন করলেন গ্রামবাসী। গ্রামবাসীর দাবি, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যখন বদ্ধপরিকর, আমাদের গ্রামকে এ থেকে সুরক্ষিত রাখতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং গ্রামবাসীও জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হচ্ছেন না।
এমন দৃশ্যটি গোপালপুর উপজেলায় মির্জাপুর গোপালপুর উপজেলায় মির্জাপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের মোহনপুর ধুলটিয়া,কামাখ্যাবাড়ী,মাঝপাড়া ও নবধুলটিয়া গ্রামের জনসাধারণ করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় ৫টি গ্রাম লকডাউন করে দিয়েছে । সোমবার দুপুরে ওই গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে নোটিস টাঙিয়ে দিয়েছেন। তাতে লেখা আছে ‘প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।’
ধুলটিয়া গ্রামের হিমেলুর রহমান হিমেল সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘গ্রামের আড্ডা দেয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত যুবক এখানে আসে। তাদের এ বেপরোয়া চলাফেরায় গ্রামে করোনা ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।’
নবধুলটিয়া গ্রামে বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘করোনা সতর্কতায় ধুলটিয়া গ্রামে বহিরাগতদের প্রবেশে ঠেকাতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে অনেক ভালো। আর এটি দেখে অন্যরাও অনেক সচেতন ও উদ্বুদ্ধ হবেন।’
১নং ওয়াডের মেম্বার মোনায়েম খান ফোনে বলেন, ‘সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনী।
You cannot copy content of this page