গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি ঝুটপল্লিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার(৫ এপ্রিল ) রাত ৯টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০-৩০টি ঝুটের গোডাউন পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সাথে সাথে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের পোষাক কারখানা সহ বসত বাড়িতে আগুন ছরিয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসকে কে অবগত করা হলে প্রথমে টঙ্গী থেকে ৪টি এবং রাজধানীর উত্তরা থেকে ২টি ফায়ার সাভির্সের মেট ৬ টি ইউনিট এক যোগে কাজ করে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সাভির্স জোন-২ এর জোন প্রধান মো. মানিকুজ্জামান জানায়, বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাবে প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।
Leave a Reply