মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা॥- বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষদের সচেতন করা সহ সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ লক্ষ্যে ঘরে থাকতে সর্তক করছেন। গত ২৪ মার্চ থেকে এখন পর্য়ন্ত বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেনাবাহিনীর সদস্যরা হতে হ্যান্ড মাইক দিয়ে পথচারী, বিভিন্ন মুদিখানার দোকান ও ওষুধের দোকানে এ কাযক্রম চালাচ্ছেন। এই প্রচারনায় ও সচেতনতায় সেনাবাহিনীর সদস্যরা “সামাজিক দূরত্ব বজায়রেখে নিজে বাঁচুন ও অন্যকে ভালভাবে থাকতে দিন” হ্যান্ড মাইকে সাধারণ জনগণকে ভালভাবে বোঝাচ্ছেন।
You cannot copy content of this page