সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচি থানায় আগত সেবা প্রত্যাশীদের করোনা ভাইরাসের প্রাথমিক ধাপ ইনফ্রারেড থার্মোমিটারে মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে থানায় প্রবেশ করানো হচ্ছে।
সোমবার দুপুর থেকে থানায় ইনফ্রারেড থার্মোমিটারে স্বাস্থ্য পরীক্ষা সেবা চালু করা হয়েছে।
এ সময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের ইনফ্রারেড থার্মোমিটারে মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এতে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া থানায় আগতদের পরিস্কার
পরিচ্ছন্নতার জন্য হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রে ব্যবস্থা রাখা আছে। এ জন্য সাবান ও বেসিন স্থাপন করা আছে।
You cannot copy content of this page