আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ধারাবাহিকভাবে বেশকয়েকদিন থেকে রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের নিজস্ব অর্থায়নে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় সরকার ঘোষিত হোম কোয়ারেন্টিনে থাকা অসহায় ছিন্নমূল ও কর্মহীন পরিবারগুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই দ্রব্যসামগ্রী তুলে দেন এমপির ব্যাক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি ও নেতাকর্মীরা।তারই ধারাবাহিকতায় আজ সোমবার দিনব্যাপী উপজেলার ০৭ নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া, আলীপুর, দরবেশপুর, আইয়েনগর, মাঝিরগাঁও, জগতপুর গ্রাম সহ সকল ওয়ার্ডের মোট ১০৫০টি পরিবারের মাঝে দ্রব্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেল্লাল আহমেদ, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ব্যাবস্থাপক বেলাল হোসেন ভুইয়া, রামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সৈকত মাহমুদ সামছু, পৌর কাউন্সিলর আহসান হাবীব,দরবেশপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুর হোসেন পাটওয়ারী,, ইউপি যুবলীগের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন গাজী, দরবেশপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী,ইউপি ছাত্রলীগের আহবায়ক মুন্না তালুকদার সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page