নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে থাকা চট্টগ্রামের সাতকানিয়ায় গরিব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) ২ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, তেল।
খাদ্যসামগ্রী বিতরনকালে মুজিবুর রহমান বলেন, দরিদ্র মানুষের সম্মানের কথা চিন্তা করে বাসায় গিয়ে এইসব ত্রাণসামগ্রী পোঁছে দেয়া হয়।সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে।
You cannot copy content of this page