লিখন আহমেদঃসারাদেশে যখন করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে তখন গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন হাইওয়ে পুলিশ সদস্যরাও। তেমনি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে উত্তরাঞ্চলের প্রবেশপথ হাটিকুমরুল গোলচত্তরে কঠোর অবস্থানে রয়েছে। এ সময় যানচলাচল নিয়ন্ত্রণসহ অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদেরও ঘরে ফেরাতে মাইকিং করে পুলিশ।
সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের একামাত্র প্রবেশপথে সারাবছরই এমনিতেই সবসময় যানবাহনের চাপ থাকে। সাম্প্রতিক সময়ে পৃথিবীব্যাপী করোনার প্রভাব বাড়ায় সরকার করোনার বিস্তার রোধে নানামুখী পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে যাত্রীবাহী যানচলাচল বন্ধ করে দেয়। তবে পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেয়। এদিকে যাত্রীবাহী যানচলাচল বন্ধ হলেও মানুষ নিত্য প্রয়োজনে ঘর থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী গাড়িতে যাতায়াত করা শুরু করলে সরকার পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি, কন্টেইনার বা পিকআপে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। সরকারি দায়িত্ব পালনে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দেওয়া শুরু করে। এ সময় হাইওয়ে পুলিশ সদস্যরা যাত্রীবাহী যানচলাচল বন্ধসহ পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে কঠোর অবস্থান গ্রহন করে। হাইওয়ে পুলিশ সদস্যরা একই সময় অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া লোকজনদের ঘরে অবস্থানের আহ্বান জানায়।
হাটিকুমরল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের প্রবেশ পথ হাটিকুমরুল গোলচত্তর এখানে সারাবছর এমনিতেই অধিক যানবাহন চলাচল করে। বিভিন্ন শ্রেনীর মানুষের চলাচল এখানে। করোনা
ভাইরাস বিস্তার রোধে নানা পদক্ষেপ গ্রহন করেছি। সাধারন মানুষের সচেতনতায় মাইকিং লিফলেট বিতরণ করা হচ্ছে। যারা অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছে তাদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে। পণ্য ও ব্যাক্তিগত যানবাহনে যাত্রীবহনে কঠোর অবস্থান থেকে দায়িত্ব পালন করছি। অতীতের মত দেশে যে কোন দুর্যোগ মোকাবেলায় পুলিশের অন্যান্য ইউনিটের মতো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে
You cannot copy content of this page