প্রভুর নিকট প্রার্থনা
ফাতেমা তুজ জোহরা
তুমি মহান তুমিই দয়াময়,
এই ভুবনেতে।
অসুস্থ হলে বাঁচি মোরা প্রভুর দয়াতে।
সারা জাহানের মালিক তুমি,
পরম করুণাময়...
দু হাত তুলেছি মালিক
মোরা আজ অসহায়।
লক্ষ বান্দা আজ মৃত্যুর নিকট দাড়িয়ে,
সাহায্যের জন্য হাত খোদা তোমার দুয়ারে।
মৃত্যুর নিকট মোরা আজ করুণ চিৎকার,
এখনও যারা ঈমান আনে নি
তাদেই দেই ধিক্কার।
দেখ আজ দেশান্তরে শত মানুষ রোগে,
ছোয়াচে রোগ ইহা মানুষের তরে ভোগে।
এমন রোগ হয়েছে মাবূদ
জানাজা বিহীন কবর,
প্রানপ্রিয় স্বজনরা কেউ নিতে পারে না খবর।
সৃষ্টিকর্তা রহম করো
করোনা রোগে সকল বান্দাকে,
ভুলত্রুটি ক্ষমা করে দাও
হে প্রভু সকলকে।
কোন কিয়ামত হচ্ছে খোদা
রহম করো মোদের,
লক্ষ মানুষের অশ্রু আজ
করোনার কারনে।
মরণ ব্যাধি হচ্ছে যার
ছাড়ছে না পিছু,
রহম করো দয়াময়
মোদের পূণ্যর জোরে কিছু।
গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত,
করোনা থেকে বাঁচাও মোদের সহস্র মানুষের হায়াত।
You cannot copy content of this page