সাংবাদিক রবিন ভাই
_____✍রাকেশ সাহা!
নাম তার রবিন খান
নাটোরের সিংড়ার চৌগ্রামে বাড়ি,
সংবাদ তৈরি করে এলাকায়
নিয়ে মোটরসাইকেল গাড়ি।
ভালো তার সংবাদ গুলো
খারাপ রিপোর্ট আসে না,
ভালো সংবাদ করে সে
খারাপে হাত দেয় না।
সবার সাথেই মিশে যে ভাই
খারাপ কাজ করে না,
সমাজে সে সুপরিচিত
খারাপ হতে চায় না।
অনেক পত্রিকার সাংবাদিক সে, অনেক দায়িত্বশীল,
সৎ পথে, সত্যের সন্ধানে
ভাই যে অনেক গতিশীল।
সাংবাদিক রবিন সৎ মানুষ
কারো সাথে ঝামেলা নাই,
সুখে-দুঃখে পাশে থাকে
সাংবাদিক রবিন ভাই।
দেশের সেবায় কাজ করে সে
বৃক্ষপ্রেমী আর দেশপ্রেমী,
সত্য সংবাদ তৈরি করে
সে একজন সাহিত্যপ্রেমী।
You cannot copy content of this page