।।বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারকে পুরাতন কাসুন্দি ঘাটা বলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) এক শিক্ষার্থীর বহিষ্কার দাবি করেছে ইবি ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীরা। জানা যায়, ঐ শিক্ষার্থীর নাম সানজিদা ইসলাম ছন্দ। তিনি বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী(অনার্স ২০১৪-১৫) ।
মঙ্গলবার (৭ এপ্রলি) বঙ্গবন্ধুর পালতাক খুনি মাজেদকে ঢাকা থেকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে ওই ছাত্রী এমন মন্তব্য করেন। এ ঘটানয় ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কর্মী সাজ্জাদ হোসেন তার ফেসবুকে বঙ্গবন্ধু হত্যার খুনি মাজেদ গ্রেফতারের পর একটি পোস্ট দেন। সেই পোস্টে ওই ছাত্রী লিখেছে, শেখ মুজিব যদি খুন না হত তাহলে কী সে এখনো পর্যন্ত বেঁচে থাকতো? মুজিবুর রহমান অনেক বয়স পরই মারা গেছেন। কিন্তু আমরা আদিখ্যেতা জাতি একজনের খুনের বিচার করতে করতে ভুলেই যাই প্রতিদিন কতশত মানুষ আমাদের আশপাশে খুন হচ্ছে, গুম হচ্ছে। আমরা পুরাতন কাসুন্দি নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করি। ওই ছাত্রীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতা কর্মী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করেছেন।
Leave a Reply