সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ দেশে করোনা সংক্রমণ প্রাদুর্ভাব পরিস্থিতিতে বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী যশোরের ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়নের ২৬শ' অসহায় কর্মহীন,গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হাবিব শিপলু প্রমুখ।
এ ছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার,সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও মহল্লাদার উপস্থিতি ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাউল, ডাল , পিঁয়াজ, তেল ও আলু।
You cannot copy content of this page