নিজস্ব প্রতিবেদক:
নিম্নমানের ও নম্বরবিহীন ইট খোয়া দিয়ে তৈরি হচ্ছে কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া সড়ক। পা দিয়ে পাড়া দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে ইট। রাস্তায় ব্যবহৃত সেই ইটের খোয়া চুলার মাটির চেয়েও নরম। এতে শুধু ইট গুঁড়ো হচ্ছে না, এর সঙ্গে ভেঙে চুরমার হচ্ছে কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ।
নিম্নমান ও নম্বরবিহীন এসব ইটের খোয়া ব্যবহার করে ঠিকাদার মামুন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে এলাকাবাসীর।
মেলাপাড়া সড়কটির নির্মাণ কাজের মান নিয়ে এমন অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দা সুমন শিকদার
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার এ সড়কটিতে সরেজমিনে গেলে সুমন শিকদারের মতো অনেকেই অভিযোগ করেন, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি।
তারা জানান, সড়কটি নিম্নমানের জিনিস দিয়ে তৈরি করায় অনেক বার বাধা দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাজ।
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলউর রহমান হাওলাদার জানান,
দীর্ঘদিন ধরে দেখছি রাস্তার কাজ চলছে অত্যন্ত ঢিলেঢালাভাবে। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়।
তিনি আরও বলেন, আমার এলাকার মানুষের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের চুরির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হবো।
তিনি অভিযোগ করেন, নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। পিচের পরিমাণও কম। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে।
Leave a Reply