মামুন কৌশিক বারহাট্টা থেকে : সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল দিন দিন বারছে।বাংলাদেশেও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।তাই জনসচেতনতাই একমাত্র এই ভাইরাসটির প্রকোপ থেকে আমাদের বাঁচাতে পারে।অভিযোগ ছিল বারহাট্টা উপজেলার গ্রামীণ পর্যায়ে মানুষদের সচেতনতার অভাব।এমন অভিযোগ থেকে মঙ্গলবার বিকেলে বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম নিজ হাতে মাইকিং এবং হেঁটে জনগণকে বোঝান উপজেলার অতিথপুর,বাউসী ও দশধার বাজারে।তিনি বাজারগুলোতে গিয়ে সাধারণ মানুষদের অহেতুক জনসমাগম না করার জন্য অনুরোধ করেন।সবাইকে এই বিপদের সময়ে ঘরে থাকার অনুরোধ করেন।এ বিষয়ে বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম বলেন যে, আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সচেতনতার কাজ চলবে।আমরা প্রতিটি ইউনিয়নের বাজারগুলোতে গিয়ে জনগণের মধ্যে সচেতনতার কাজ করছি এবং যতদিন ভাইরাসটির প্রভাব থাকবে ততদিন প্রচারণা চলবে।
You cannot copy content of this page