ভারতে লকডাউনের অবসান নাও হতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিচ্ছে।বিরোধী দলীয় এমপিরা সাংবাদিকদের কাছে বলেছেন, দেশব্যাপী এই লকডাউন একসাথে প্রত্যাহার করা হবে না বলে প্রধানমন্ত্রী ‘পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন।‘
প্রধানমন্ত্রী এ নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে তার বক্তব্য রেখেছেন।তবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে সরকারের তরফ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।