নড়াইল প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার্স কল্যাণ সমিতির সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমানের উদ্যোগে নড়াইলের লোহাগড়া পৌরসভার ০৮ টি গ্রামে দরিদ্র প্রায় ৮শ মানুষকে চাল সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে লোহাগড়া পৌরসভার মশাঘুনীস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ মাস্টারের বাড়ীতে আদৃতা প্রকাশনীর কর্ণধার রোজিয়া সুলতানা চামেলির আয়োজনে লোহাগড়া পৌরসভার ০৮টি গ্রামে দরিদ্র প্রায় ৮শ মানুষের জন্য জন প্রতি ৮কেজি করে চাল স্ব স্ব এলাকার প্রতিনিধিদের নিকট হস্তাস্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। লোহাগড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি একে এম ফয়জুল হক রোম, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড খুলনা শাখার ম্যানেজার এ. টি. এম. সালাহউদ্দীন, যুবলীগ নেতা শেখ সদরউদ্দীন শামীম, কাউন্সিলর বুলবুল বিশ্বাস, শিক্ষক ইকতিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।#
You cannot copy content of this page