অভিজিৎ কুমার দাসঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নে দুঃস্থ্য ও হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী ন্যায্যমুল্যের ১০ টাকা কেজি’র ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ছাড়া, চাল কালোবাজারের বিক্রি/পাচারের চেষ্টায় ডিলার নুর ইসলাম এর ছেলে মোজাফফর হোসেন, সহযোগী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থানীয় লোকজন এবং দুঃস্থ্য ও হত-দরিদ্রদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চান্দাইকোনায় অভিযান চালিয়ে চালসহ ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নের ডিলার নুর ইসলামের ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাচিল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ সম্পর্কীত স্থানীয় অভিযোগ পেয়ে গোপনে সোর্স লাগানো হয়। পরে বুধবার ভোরে পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশকে জানালে তারা ৬৫ বস্তা চালসহ ৩ জনকে আটক করে।
সরকারী সম্পত্তি আত্বসাতের ঘটনা হওয়ায় তাৎক্ষনিক দু’দক পাবনা আঞ্চলিক
অফিসে অবগত করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে ।
Leave a Reply