মামুন কৌশিক, বারহাট্টা থেকেঃ করোনা ভাইরাস ভয়বহ মহামারী রুপ নিচ্ছে দিনদিন।ভাইরাসটির সংক্রমণ রোধে সারা দেশের পুলিশ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।বারহাট্টা থানা পুলিশ বারহাট্টা উপজেলায় ভাইরাসটির সংক্রমণ রোধে এবার শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোষ্ট স্থাপন করেছে।যাতে করে বাইরে থেকে কেউ বারহাট্টায় ঢুকতে না পারে এবং অযথা কেউ ঘুরাঘুরি না করতে পারে। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন যে, বারহাট্টায়
করোনা ভাইরাস সংক্রমণের রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল জনাব মোঃ সাইদুর রহমান প্রত্যক্ষ অংশ গ্রহণে বারহাট্টা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করেছি।এর সাথে সাধারণ মানুষ যাতে দোকানপাট বন্ধ রাখে ও সামাজিক যোগাযোগ বজায় রাখে সে জন্য প্রচার প্রচারণা চালানো হয়।
You cannot copy content of this page