অমরেশ দত্ত জয়, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর শহরে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য করোনা পরিস্থিতি মোকাবেলায় বাড়ী বাড়ী ত্রাণ পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক উপম পাটোয়ারী। যার পিতা জেলা পরিষদের চলতি মেয়াদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।৯ই এপ্রিল বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে প্রায় ২’শ পরিবারের মাঝে তিনি এভাবে নিজে হাতে করে নিয়ে এ ত্রাণ পৌঁছিয়েছেন।ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিলো ৫ কেজি চাল,১কেজি পেঁয়াজ,১ কেজি ডাল,২ কেজি আলু,১ কেজি লবন এবং আঁধা লিটার তেল ও করোনা সম্পর্কিত জনসচেতনতামূলক লিফলেট।ত্রাণ বিতরণকালে উপম পাটোয়ারীর নমনীয় কথাবার্তা ও চলারধরন বাবার যোগ্য উত্তরসূরী হিসেবেই সাহায্য পাওয়া গৃহকর্মীদের নিকট তাকে ফুটিয়ে তোলে।ত্রাণ পাওয়া বেশ কয়েকজন জানান,আমরা মধ্যবিত্ত বলে অনেকেই আমাদের খবর নেয় না।প্রকৃত পক্ষে আমরা খুবই কষ্টে দিনাতিপাত করছি।এই করোনা পরিস্থিতি মোকাবেলায় এভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য উপম পাটোয়ারী কে অসংখ্য ধন্যবাদ।এসময় উপম পাটোয়ারী ত্রাণ বিতরণকালে মুরুব্বী সহ সকলের নিকট নিজের জন্য এবং পরিবার ও দেশবাসীর দোয়া চান।তিনি বলেন,আমি ও আমার বোন উম্মে হানী উমা চেয়েছিলাম বাবার পাশাপাশি নিজেরাও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই।সেই ভাবনা থেকেই নিজস্ব উদ্যোগে আমার আর আমার বোনের ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যনুযায়ী এভাবে ত্রাণ নিয়ে বিতরণ করতে বেরিয়ে পড়েছি।মহান আল্লাহ এই মহামারী করোনা ভাইরাস থেকে সকলকে রক্ষা করুক এই কামনাই করছি।
Leave a Reply